Ajker Patrika

এক যুগ পর কাল বিএনপির সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ৪১
এক যুগ পর কাল বিএনপির সম্মেলন

দীর্ঘ এক যুগ পর কাল শনিবার দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন। ইতিমধ্যে সম্মেলন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে কাউন্সিলরদের মধ্যে ডেলিগেট কার্ড ও পোস্টার বিতরণ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় তিনি বলেন, বিএনপির এই কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে দলকে আরও সুসংগঠিত করবে এবং আগামী দিনে তাঁরা সব আন্দোলন-সংগ্রামকে গতিশীল করবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি সম্মেলন সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে ২০টি ইউনিটের সর্বমোট এক হাজার ৯১৯ জন ভোটার (কাউন্সিলর) ভোট দেবেন। এদিন বেলা ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অ্যাডভোকেট আশফাক আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০১০ সালের ২৬ জানুয়ারি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলদের ভোটে সভাপতি হিসেবে লুৎফর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে মুকুর চৌধুরী নির্বাচিত হন। পরে ২০১৬ সালে ওই কমিটি ভেঙে দিয়ে এজেডএম রেজওয়ানুল হককে আহ্বায়ক করে ১৩১ সদস্যবিশিষ্ট কমিটি ৬ বছর ধরে জেলার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত