Ajker Patrika

লোহাগড়ায় পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৫
লোহাগড়ায় পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ

নড়াইলের লোহাগড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমান শপথ নিয়েছেন। একই সঙ্গে ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ২ জন কাউন্সিলর শপথ নিয়েছেন।

গত সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানকে শপথ বাক্য পাঠ করান এবং পরে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

তাঁরা হলেন, কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড বিশ্বনাথ দাস, ২ নম্বর ওয়ার্ড উজ্জ্বল হাসান, ৩ নম্বর ওয়ার্ড আনিসুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড মিলু শরীফ,৫ নম্বর ওয়ার্ড পলাশ শেখ, ৬ নম্বর ওয়ার্ড গিয়াসউদ্দিন ভূঁইয়া, ৭ নম্বর ওয়ার্ড শাহজাহান সিরাজ বিদ্যুৎ, ৮ নম্বর ওয়ার্ড ফারুক শেখ ও ৯ নম্বর ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা জামান ও রাজিয়া সুলতানা বিউটি এ দুজন শপথ গ্রহণ করেন। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকেলা বেগম মারা যাওয়ায় এ ওয়ার্ড শূন্য হয়ে যায়।

উল্লেখ্য, ২ নভেম্বর লোহাগড়াপৌর নির্বাচনমেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান। ওই দিন নৌকা ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন মসিয়ুর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট।

শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) মানুষকে সর্বোচ্চ সেবাদানের জন্য নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত