Ajker Patrika

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে কনে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে কনে

মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে মেয়ে যাবে বরের বাড়ি। তাক লাগিয়ে দেবেন সবাইকে! মায়ের সেই স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের তাছমিয়া আক্তার সুরভী।

গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে অবতরণ করে হেলিকপ্টার। এ সময় ভরগাঁও গ্রামের পর্তুগাল প্রবাসী আকলাছ মিয়ার মেয়ে তাছমিয়া আক্তার সুরভী হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানস্থল সিলেটের এক কনভেনশন হলে যান। বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে যান যুক্তরাজ্যপ্রবাসী বর আব্দুল আহাদ। তিনি সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল ওয়াহিদের দুই ছেলে তিন মেয়ে। পরিবারের বড় ছেলে আব্দুল আহাদের বিয়ের জন্য সপরিবারের এসেছেন বাংলাদেশে। বিয়ের জন্য পাত্রী দেখতে নবীগঞ্জ উপজেলার ভরগাঁও গ্রামের পর্তুগাল প্রবাসী আকলাছ মিয়ার একমাত্র মেয়ে তাছমিয়া আক্তার সুরভীকে পছন্দ করেন তাঁরা। পরে উভয় পরিবারের সম্মতিতে নির্ধারণ হয় বিয়ের দিনক্ষণ। গত ১৩ জুলাই কনে সুরভীর বাড়িতে সম্পন্ন হয় আকদ অনুষ্ঠান।  

সুরভীর মা সুলতানা বেগম বলেন, ‘আমার একমাত্র মেয়ে সুরভী। অনেক দিনের স্বপ্ন ছিল মেয়ে হেলিকপ্টারে চড়ে স্বামীর বাড়ি যাবে। বিয়ে হবে খুব ধুমধাম করে। আমাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমরা মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছি। আমার মেয়ে ও জামাই যেন 
সুখে থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত