Ajker Patrika

সেতুর ব্লক তুলে বাড়ি নির্মাণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৩: ১৪
সেতুর ব্লক তুলে বাড়ি নির্মাণ

সিরাজগঞ্জের তাড়াশের গার্ডার সেতুর আরসিসি ব্লক তুলে বসতবাড়ি করার অভিযোগ উঠেছে। সগুনা ইউনিয়নের কুন্দইর গ্রামের শিপন আলীর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এদিকে ব্লক তোলায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই সেতুর গোড়ার মাটি বের হয়ে আসছে। এতে সেতুর অংশবিশেষ আগামী বর্ষা মৌসুমে ধসে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তাড়াশ উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে শিপন আলী বলছেন, সেতুর সঙ্গে তাঁর কিছু জায়গা রয়েছে। সেজন্য সেখানে যাতায়াতের জন্য সেতুর আরসিসি ব্লক তুলেছেন।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সগুনা ইউনিয়নের কুন্দইল বোর্ড অফিস থেকে বারুহাঁস ভায়া প্রতিরামপুর রাস্তার ওপর কুন্দইল কাটা খালে চার কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করে।

আর সম্প্রতি সেতুটির আশপাশে উন্নত প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেই বসতবাড়ি গড়ে তুলছেন। তারই ধারাবাহিকতায় সেতু-সংলগ্ন কুন্দইল গ্রামের প্রভাবশালী মো. শিপন আলী তাঁর জন্য একটি স্থায়ী বাড়ি করার উদ্যোগ নিয়েছেন। আর এ কারণে তিনি কয়েক দিন সেখান থেকে ব্লক তুলে বাড়ি করার চেষ্টা করছেন। এতে করে সেতুর গোড়ার মাটি বের হয়ে পড়েছে। ফলে সেতুটি ধসে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

ইফতেখার সারোয়ার জানান, সরকারি বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে সেতুটি প্রত্যন্ত চলনবিলের মধ্যখানে প্রবাল ঢেউয়ে যাতে ভেঙে বা ধসে না যায়, সেজন্য উন্নত ধরনের অ্যাপ্রোচ (সেতু থেকে রাস্তায় নামার অংশ) আরসিসি ব্লক ব্যবহার করে টেকসই সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন প্রভাবশালী শিপন আলী সেতুর আরসিসি ব্লক তুলে স্থায়ী বাড়ি তৈরির চেষ্টা করছেন। ফলে ব্লক তুলে ফেলায় সেতুর গোড়ার মাটি বের হয়ে পড়েছে। আগামী বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ঢেউয়ের তোড়ে সেতুর অংশবিশেষ ধসে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে শিপন আলী বলেন, ‘সেতুর সঙ্গে আমার কিছু জায়গা রয়েছে। সেখানে বাড়ি করতে যাতায়াতের জন্য সেতুর আরসিসি ব্লক তুলেছি। পরবর্তী সময়ে বাড়ির কাজ শেষ হলে মেরামত করে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, সরকারি সম্পদ রক্ষায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত