Ajker Patrika

একসঙ্গে ৩০টি টর্নেডোর আঘাত, বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
একসঙ্গে ৩০টি  টর্নেডোর আঘাত,  বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে একসঙ্গে অন্তত ৩০টি টর্নেডো আঘাত হেনেছে। এসব ঝড়ের কবলে পড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু কেনটাকি অঙ্গরাজ্যেই অর্ধশতাধিকের প্রাণ গেছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার দিবাগত রাতে এসব ঝড় ছয়টি অঙ্গরাজ্যে আঘাত হানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের ঝড়ের পূর্বাভাসকেন্দ্রের বরাত দিয়ে জানায়, দেশটির আরকানসাস, ইলিনয়, কেনটাকি, মিজৌরি, টেনেসি ও মিসিসিপিতে ঝড়গুলো আঘাত হেনেছে। ঝড়ের কবলে পড়ে শুধু কেনটাকিতেই নয়, আরকানসাস ও ইলিনয়েও প্রাণহানির খবর পাওয়া গেছে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশার গতকাল শনিবার স্থানীয় সময় সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের আশঙ্কা, ঝড়ের কবলে পড়ে কেনটাকিতে প্রাণহানি ৫০ ছাড়িয়েছে।

এরপর পৃষ্ঠা ২ কলাম ৬

এই সংখ্যা ৭০-১০০ জনের কাছাকাছি হতে পারে।’ তিনি কেনটাকিতে আঘাত হানা ঝড়কে এই অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে অভিহিত করেছেন। তিনি জানান, অন্তত চারটি ঝড় তাঁর অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ঝড় আরকানসাস থেকে কেনটাকি পর্যন্ত ২০০ মাইলের বেশি এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে। কেনটাকির কমপক্ষে ১৫টি কাউন্টিতে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একটি ট্রেন লাইনচ্যুতির খবরও পাওয়া গেছে।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, ওই ২৪টি ঝড়েই শেষ হচ্ছে না দুর্যোগ। আরও অন্তত কয়েকটি ঝড় আঘাত হানতে পারে। লুজিয়ানা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল থেকে ওহাইও অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল পর্যন্ত শনিবার আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। শনিবার স্থানীয় সময় সকালে ওই অঞ্চলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছিল কর্তৃপক্ষ।

আরকানসাসে উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ঝড়ের কবলে পড়ে একটি নার্সিং হোম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ওই এলাকার মেয়র বব ব্লাঙ্কেনশিপ। তিনি জানান, ওই নার্সিং হোমে অন্তত ২০ জন আহত হয়েছেন। এই অঙ্গরাজ্যেরই লিচভিল এলাকার কাছে ঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আরকানসাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঙ্গরাজ্যের বেশ কিছু স্থাপনা ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইলিনয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সিএনএন জানায়, ঝড়ের পাশাপাশি শনিবার ভোররাতে ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে যুক্তরাষ্ট্রের ওই পাঁচ অঙ্গরাজ্যে। ঝড়ের কারণে সাতটি অঙ্গরাজ্যের তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত