Ajker Patrika

নিজেকে সফল ভাবেন না রাশমিকা

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫: ০৭
নিজেকে সফল ভাবেন না রাশমিকা

শোনা যাচ্ছে, করণ জোহরের ধর্মা প্রডাকশনের সঙ্গেও একাধিক বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। ধর্মার নারীপ্রধান বেশ কিছু সিনেমায় অভিনয় করবেন তিনি। অন্যদিকে, দক্ষিণের ‘এনটিআর থার্টি’ সিনেমাটি করছেন না আলিয়া ভাট। তাই ফিমেল লিডে এখন ভাবা হচ্ছে রাশমিকা মান্দানাকে।

হাতে রয়েছে ‘থালাপতি ৬৬’-এর মতো বড় বাজেটের আলোচিত সিনেমা। যদিও রাশমিকার শিডিউল পাওয়াই এখন কঠিন হয়ে উঠছে। রাম পোথিনেনির আপকামিং সিনেমার শুটিং শুরু করা যাচ্ছে না রাশমিকার শিডিউল না পাওয়ার কারণেই।

রাশমিকা মান্দানানয়নতারা, আনুশকা শেঠি, ইলিয়ানা ডি ক্রজ, তৃষা, কাজল আগারওয়াল, সামান্থাসহ অনেকেই ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রির লিড পজিশনে ছিলেন।

তবে ২০১৭-এর পর চাকা ঘুরেছে। রাশমিকা ও পূজা হেগড়েই যেন একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। কিন্তু এতসবেও রাশমিকা নিজেকে সফল ভাবেন না। তিনি বলেন, ‘আজকের এই ব্যস্ততা রাতারাতি আসেনি। এটা আমার অনেক দিনের প্ররিশ্রমের ফসল। আমি এখনো মনে করি না দর্শক আমাকে দেখতে হলে আসে।

আমার মনে হয়, দর্শক আমার কো-আর্টিস্টকে দেখতে আসে, সেখানে আমি থাকি সাপোর্টিভ হিসেবে। যদি কখনো এমন অবস্থা তৈরি হয় যে আমার জন্যই সিনেমা ব্লকবাস্টার হবে, তখন মনে করব আমি সফল। ব্যস্ততাকে তাই এখনো স্রেফ কাজের অংশ হিসেবেই দেখছি।’রাশমিকা মান্দানা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত