Ajker Patrika

পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৪০
পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার পলাতক আসামি রমিজ উদ্দিন ওরফে রঞ্জুকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার বাইপাস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রমিজ রাঙ্গুনিয়া উপজেলার সাহেব নগর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ ঘটনায় জিল্লুর রহমানের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। র‍্যাব শুরু থেকেই ঘটনাটির ছায়া তদন্ত করছিল। কয়েকজন আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিয়াজ মোহাম্মদ আরও বলেন, রমিজ উদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি ও রাঙামাটি কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।

জানা গেছে, আদালতে জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলাটির বিচার শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। আগামী ১১ জানুয়ারি মামলাটির রায়ের দিন ধার্য রয়েছে।

এর আগে সিআইডি মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয়। ২০১৯ সালের ২৮ মে আদালত ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত