Ajker Patrika

সেই রিকা চাকমার নেতৃত্বে তরুণীকে পাচারের চেষ্টা, ভুক্তভোগীর বোনের মামলা

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ১০: ৩৫
সেই রিকা চাকমার নেতৃত্বে তরুণীকে পাচারের চেষ্টা, ভুক্তভোগীর বোনের মামলা

পাহাড়ি এক চাকমা তরুণীকে রাঙামাটি থেকে তুলে নিয়ে রাজধানীতে আটকে রেখে চীনে পাচারের চেষ্টা করছে একটি নারী পাচারকারী চক্র। যেকোনো সময় তাঁকে চীনে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছে তাঁর পরিবার। তাঁকে উদ্ধারের আকুতি জানিয়ে রাঙামাটির নানিয়ারচর থানায় গত বুধবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন ওই তরুণীর বড় বোন।

মামলায় পাহাড়ি চার নারী পাচারকারী ও চার পুরুষ পাচারকারীসহ মোট আটজনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। 
মামলার বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বলেন, সম্প্রতি সংবাদমাধ্যমে পাহাড় থেকে নারীদের চীনে পাচারের বিষয়টি রাঙামাটির পুলিশের নজরে এসেছে। খবরটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে।

মামলার পর ইতিমধ্যে পাচার চক্রের সদস্যদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

মামলার এজাহারে ভুক্তভোগীর বোন উল্লেখ করেন, পাচারকারীরা তাঁর ছোট বোনকে (২১) নার্সিংয়ে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে গত ১ এপ্রিল ঢাকায় নিয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার রাঙ্গাপানি গ্রামের রিকা চাকমার নেতৃত্বে একদল নারী পাচারকারী চীনের নাগরিকের সঙ্গে জোর করে তাঁর বোনের বিয়ে দেয়। তাঁর সঙ্গে আপত্তিকর ছবিও তুলিয়ে দেয়। এখন রাজধানীর অজ্ঞাত একটি স্থানে তাঁকে আটকে রাখা হয়েছে। রিকা চাকমা ঢাকার উত্তরার ১৪ সেক্টরে বসবাস করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে রিকা চাকমার নামও ছিল।

রিকা চাকমানানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, ভুক্তভোগীর বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে মানব পাচার ও প্রতিরোধ আইনে মামলা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত