Ajker Patrika

দশ বছরেও টাকা পাননি সাফায়েত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ০৩
দশ বছরেও টাকা পাননি সাফায়েত

বাগেরহাটের চিতলমারীতে দীর্ঘ দশ বছর ধরে সবজি বিক্রির পাওনা টাকা ফেরত পাননি মো. সাফায়েত নামের এক সবজি ব্যবসায়ী। সাফায়েতের দাবি, এ নিয়ে এলাকায় বারবার সালিস হলেও কোনো সমাধান পাননি। উপায় না পেয়ে টাকা ফেরত পেতে গতকাল বুধবার তিনি বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে মো. জাহিদ শেখ ও মো. মাসুম শেখ নামের দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন।

অভিযোগ পত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর সাফায়াতের কাছ থেকে উপজেলার আমবাড়ি গ্রামের মো. জাহিদ শেখ ও বাবুগঞ্জ বাজার এলাকার মো. মাসুম শেখ চালানের (চালান নম্বর-১৮৫) মাধ্যমে ৯৫ হাজার টাকার সবজি কেনেন। ব্যাংক থেকে টাকা তুলে টাকা দেবেন বলে ট্রাকে সবজি নিয়ে মাসুম ঢাকায় চলে যান। কিন্তু ওই দিন গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও কোনো টাকা পাননি সাফায়েত। সেই থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের শরনাপন্ন হন সাফায়েত। কিন্তু আজ পর্যন্ত তিনি একটা টাকাও পাননি।

গতকাল দুপুরে মো. সাফায়েত সাংবাদিকদের বলেন, ‘অনেক কষ্টের টাকা আমার। টাকা ফিরে পেতে বহু মানুষের কাছে গিয়েছি। কোনো সমাধান পাইনি। সালিস বিচারের নামে আমার সঙ্গে বারবার প্রহসন করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত মো. জাহিদ শেখ বলেন, ‘মাসুম ও আরেক ব্যাপারী আমার নামে চালান কেটে সাফায়েতের কাছ থেকে মাল কেনেন। বিষয়টি নিয়ে অনেকবার সালিস হয়েছে। আমার অংশের টাকা দিয়ে দিয়েছি।’

আরেক অভিযুক্ত মো. মাসুম শেখ বলেন, ‘সাফায়েতের সঙ্গে আমার কোনো লেনদেন নাই। তিনি অযথা আমাকে হয়রানি করছেন।’

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জমারত আলী বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয়ের একটি কাগজ পেয়েছি। দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ের পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...