Ajker Patrika

ফুল, মিষ্টি দিয়ে বরণ শিশুশিক্ষার্থীদের

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৪: ২০
ফুল, মিষ্টি দিয়ে বরণ শিশুশিক্ষার্থীদের

দীর্ঘ দুই বছর পর প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের বরণ করতে জয়পুরহাটের কালাই উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ে আসতে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করেন শিক্ষকেরা। শিক্ষার্থীদের দেওয়া হয় নানা উপহার। সেসব উপহার পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। সুসজ্জিত শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এবং অনেক বিদ্যালয়ে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসতে পেরে তাঁরাও আনন্দিত।

শিক্ষার্থী হিয়া রানি (৫) বলে, ‘অনেক দিন পরে স্কুলে আসতে পেরে আমি খুব খুশি। আর যেন স্কুল বন্ধ না হয়।’

আরেক শিক্ষার্থী সানিয়াদ আহম্মেদ (৬) বলে, ‘সকালে স্কুলে আসার পরে স্যারেরা ফুল দিয়ে মিষ্টি খাওয়ায়ে আমাদের বরণ করে নেন। স্যারেরা আমাদের উপহারও দিয়েছেন। স্কুলে আসতে পেরে এবং উপহার পেয়ে আমরা খুব খুশি।’

অভিভাবক ফাতেমা আক্তার বলেন, ‘সন্তানকে দীর্ঘদিন পরে বিদ্যালয়ে নিয়ে আনতে পেরে আমরাও খুব খুশি। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করা হোক। আর যেন বিদ্যালয় বন্ধ না হয়।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনায় ২০২০ সালের ১৮ মার্চ বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। নতুন করে সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে দুই দিন রবি ও মঙ্গলবার প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাক্-প্রাথমিক শ্রেণির পাঠদান চালু হওয়ার আগে গত সোমবার অভিভাবকদের ডেকে সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পর তাদের ফুল দিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে দুই দিন প্রাক্-প্রাথমিক শ্রেণির পাঠদান কার্যক্রমের প্রথম দিন ছিল গতকাল। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে বরণ করে নিতে উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরণ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমি আনন্দিত। সেই সঙ্গে যথাযথভাবে কাজটি সম্পন্ন করতে পারায় শিক্ষকদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত