Ajker Patrika

হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকেরা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৭
হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকেরা

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারানো ৫৫টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরা এ মোবাইলগুলো উদ্ধার করে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনসে প্রকৃত মালিকদের কাছে মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (পিপি এম বার)

এ সময় তিনি বলেন, গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সাতক্ষীরায় ৮টি থানায় জিডি হয়েছে ৭৪১টি। পুলিশ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরেছে ২৪২টি। এ ছাড়া সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে উদ্ধারকাজ চলমান রয়েছে ২৩টির।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, ডি আই ওয়ান মিজানুর রহমান প্রমুখ।

মোবাইল ফিরে পেয়ে সাতক্ষীরা পৌরসভার রাঁধা নগর এলাকার জীতেন্দ্র নাথ বলেন, ‘১০ আগস্ট শহরের একটি সরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় তার রিডমি-৭ ব্রান্ডের মোবাইলটি হারিয়ে যায়। মোবাইল হারিয়ে তিনি খুব বিপাকে ছিলেন। তিন মাস পরে গতকাল মঙ্গলবার পুলিশি তৎপরতায় মোবাইলটি ফিরে পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...