Ajker Patrika

শপথ নিলেন ২২ ইউপি চেয়ারম্যান

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৫৭
শপথ নিলেন ২২ ইউপি চেয়ারম্যান

কিশোরগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর উপজেলার ২২ ইউপির চেয়ারম্যানরা নেন। এর মধ্যে সদর উপজেলার ১০ জন, নিকলীতে ৭ জন এবং কুলিয়ারচরে ৫ জন চেয়ারম্যান রয়েছেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নিকলী উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।0

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত