Ajker Patrika

‘সরকারের প্রতিটি দিনই ভোটাধিকার হরণের’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৭: ২৩
‘সরকারের প্রতিটি দিনই ভোটাধিকার হরণের’

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শুধু ৫ জানুয়ারি বা ৩০ ডিসেম্বর নয়, আওয়ামী লীগ সরকারের ১৩ বছরের প্রতিটি দিনই কলঙ্কজনক দিবস। পুরো শাসনামল জুড়েই তারা গণতন্ত্র হত্যা করে ভোটের অধিকার হরণ করেছে। দুর্নীতি ও-লুটপাট করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে।’

গতকাল বুধবার ময়মনসিংহের নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত পৃথক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘২০১৪ সালে ৫ জানুয়ারি রাজনৈতিক দল ও ভোটারবিহীন নির্বাচনের নামে নির্লজ্জ প্রহসন হয়েছিল বলে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিএনপি। আর সরকার জনগণকে ভয় পায় বলেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’

অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসার দাবি জানিয়ে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।

ময়মনসিংহ দক্ষিণ জেলার মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখরউদ্দিন আহমদ বাচ্চু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত