Ajker Patrika

মদনে হানাদার মুক্ত দিবস পালিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ০৬
মদনে হানাদার মুক্ত দিবস পালিত

নেত্রকোনার মদনে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ আয়োজনে গতকাল শনিবার নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

গতকাল শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে র‌্যালি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মুক্ত মঞ্চে এসে মিলিত হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার ও ইউএনও বুলবুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বীর মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌস মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামছুল হক খসরু, বীর মুক্তিযোদ্ধা কাজী শাজাহান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ। শেষে উপজেলা মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

৬-৭ কোম্পানির বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে ১৯৭১ সালের ৬ নভেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে মদন এলাকাকে মুক্ত করেন।

দিবসটি পালনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরে বদ্ধভূমিগুলোকে চিহ্নিত ও স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত