Ajker Patrika

শিবপুর মুক্ত দিবসে সভা, শোভাযাত্রা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৪৭
শিবপুর মুক্ত দিবসে সভা, শোভাযাত্রা

নরসিংদীর শিবপুরে গতকাল বুধবার নানা কর্মসূচির মাধ্যমে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শিবপুর হানাদার মুক্ত হয়।

এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খান। সভা সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মোতালিব খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, সাবেক সহসভাপতি এ কে নাসিম আহমেদ হিরন, সাবেক সহকারী কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘৮ ডিসেম্বর শিবপুরের ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন শিবপুরকে শত্রুমুক্ত করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এখন আমাদের কাজ হচ্ছে স্বাধীন সোনার বাংলা গড়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করে গেছেন তা শেষ করতে, তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত