Ajker Patrika

চিতলমারীতে ঘের দখলের অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৫৫
চিতলমারীতে ঘের দখলের অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নেওয়া ও ধান রোপণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে জ্যোতিশ বিশ্বাস নামের এক ব্যক্তি থানায় এই অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা আমবাড়ী গ্রামের জ্যোতিষ বিশ্বাস দীর্ঘদিন ধরে তাঁর পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। গত ১০ ও ১১ জানুয়ারি স্থানীয় মোতাহার মোল্লা ও নিজাম শেখের নেতৃত্বে ১৪ / ১৫ জন লোক ওই ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ ছাড়া জমি দখলের জন্য ধান রোপণ করেন। এ সময় তিনি বাধা দিতে গেলে নূরনবী ও দীন ইসলাম তাঁকে মারধর করে।

জ্যোতিষ মণ্ডল বলেন, ওই জমি তিনি পৈতৃক সূত্রে ভোগদখল করছেন। অভিযুক্তরা জোরপূর্বক তাঁর মাছ লুট করে ঘের দখল করেছে। তিনি তাঁর ঘের দখলমুক্তসহ এ ঘটনার বিচার চান।

মারধর ও জমি দখলের অভিযোগ অস্বীকার করে মো. দীন ইসলাম শেখ বলেন, ওই জমি তাঁর মায়ের নামে কেনা। তাঁরা তাঁদের জমিতে ধান চাষ করছেন।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, জ্যোতিষ বিশ্বাসের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

এলাকার খবর
Loading...