Ajker Patrika

দুই দিনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ৪ দিনেও

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ১৭
দুই দিনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ৪ দিনেও

যশোরের শতভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনতে গণটিকার উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। দুই দিনে ১০ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরুও করেন তাঁরা। সময় বাড়িয়ে চার দিন এ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হলেও লক্ষ্য পূরণ হয়নি।

এ সময়ে টিকা নিয়েছেন লক্ষ্যমাত্রার অর্ধেক পাঁচ হাজার ১০ জন মানুষ। স্বাস্থ্যবিভাগ বলছে মানুষের অনিহার কারণেই পূরণ করা সম্ভব হয়নি গণটিকার কার্যক্রম।

সিভিল সার্জন অফিসের মূখপাত্র ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, যশোর পৌর এলাকার মানুষকে শতভাগ টিকার আওতায় আনতে দুই দিনে ১০ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। কার্যক্রম শুরুর দিনে গত বুধবার টিকা নিয়েছিলেন দুই হাজার ১১৬ জন এবং পরের দিন টিকা নিয়েছিলেন দুই হাজার ২২০ জন। অর্থাৎ প্রথম দুইদিনে টিকা নিয়েছিলেন চার হাজার ৩৩৬ জন।

ডা. রেহেনেওয়াজ বলেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সময় আরও দুই দিন বাড়ানো হয়েছিল। তবে এই দুই দিনে টিকা নিয়েছেন মাত্র ৬৭৪ জন। ফলে চার দিনে মোট টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজার ১০ জন।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে এই উদ্যোগ নিয়েছিলাম। প্রচার চালানো হয়েছিল অনেক। প্রতি এলাকায় মাইকিং করা হয়েছিল। তবু লোক আসেনি। টিকার প্রতি মানুষের অনিহা থাকার কারণে এমনটি হয়েছে।’

ডা. বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, ‘নিজের ও পরিবারের সুস্থ থাকার জন্য মানুষকে টিকা নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত