Ajker Patrika

মাছুদিঘি ভরাট বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
মাছুদিঘি ভরাট বন্ধের দাবি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও তিন মন্ত্রণালয়ের সচিবসহ ১০ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ আইনবিদ সমিতি (বেলা)। ঐতিহ্যবাহী মাছুদিঘি ভরাট বন্ধ, দখল হওয়া অংশ পুনরুদ্ধার, সংস্কার ও বর্জ্য ফেলা কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংরক্ষণের দাবিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল রেজিস্ট্রি ডাকে বেলার আইনজীবী এস হাসানুল বান্না এ নোটিশ পাঠান। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন বেলা সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা।

যাঁদের বরাবর নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সদর ইউএনও এবং সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

নোটিশে উল্লেখ করা হয়, সিলেট নগরে ২.৪৩৭৫ একর আয়তনের একটি দিঘি ছিল। এক সময় স্থানীয় লোকজন ওই দিঘির পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন। শিশু-কিশোরদের সাঁতার শিখতে, অগ্নিনির্বাপণ ও শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে এ দিঘির গুরুত্ব অপরিসীম। সম্প্রতি ওই দিঘির একাংশ ভরাট করে ফেলা হয়েছে। অবশিষ্ট অংশ ভরাট করে স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

এলাকার খবর
Loading...