Ajker Patrika

পেঁয়াজের ফলন ও দামে খুশি কালীগঞ্জের কৃষক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৭: ০৮
পেঁয়াজের ফলন ও দামে খুশি কালীগঞ্জের কৃষক

গাজীপুরের কালীগঞ্জে এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এর সঙ্গে ভালো দামও পাচ্ছেন কৃষকেরা। প্রতি মণ পেঁয়াজ তাঁরা গড়ে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছেন। এতে উপজেলায় আরও অনেক কৃষক পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১৯৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে।

জেলার মধ্যে কালীগঞ্জে সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়। কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নেই কমবেশি পেঁয়াজের চাষ হয়। তবে উপজেলার বক্তারপুর ইউনিয়নে পেঁয়াজের চাষ একটু বেশি হয়। স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের জাতগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বারি পেঁয়াজ-১, তাহেরপুরি ও ফরিদপুরি উল্লেখযোগ্য।

বক্তারপুর ইউনিয়নের খৈকড়া এলাকার পেঁয়াজচাষি মোক্তার হোসেন (৪৮) জানান, গত বছর দুই বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন। কিন্তু অসময়ে বৃষ্টির কারণে ফলন খুব খারাপ হয়েছিল। কৃষি অফিস থেকে দেওয়া বীজ, সার ও পরামর্শে এবার তিনি একই পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ করেছেন।

উত্তর খৈকড়া এলাকার আওলাদ হোসেন (৬০) বলেন, এ বছর এক বিঘা জমিতে তিনি পেঁয়াজের চাষ করেছেন। এবার ফলন ভালো হয়েছে। কয়েক দিন পরই বিক্রি করবেন। ভালো দামের আশায় আছেন এ কৃষক।

উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, উপজেলার মধ্যে বক্তারপুর ইউনিয়নের খৈকড়ার এক মাঠেই প্রায় ২০০ একর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ফলনও ভালো হয়েছে। তাঁদের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম বলেন, গত বছর পেঁয়াজ ও পেঁয়াজের বীজের অনেক দাম ছিল। এক কেজি পেঁয়াজের বীজের দাম প্রায় ছয় হাজার টাকা ছিল। এ ছাড়া দফায় দফায় পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর নতুন কিছু কৃষক পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয়েছেন।

ফারজানা তাসলিম আরও বলেন, এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনার আওতায় স্থানীয় ৫০ জন কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। ৬৮ জন চাষিকে এক কেজি করে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত