Ajker Patrika

হাসপাতালে ঠাঁই নেই গাছতলায় চিকিৎসা

মো. মফিজুর রহমান, ফরিদপুর
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৩: ০৯
হাসপাতালে ঠাঁই নেই গাছতলায় চিকিৎসা

ফরিদপুরে হঠাৎ করে কয়েক দিনে ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) ফরিদপুর সদর হাসপাতালে ১০৮ রোগী ভর্তি হয়েছে। শয্যা সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দা ও গাছতলায় থাকতে হচ্ছে।

সরেজমিনে গত শুক্রবার দুপুরে ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও আশপাশের সকল ওয়ার্ডে এখন ডায়রিয়া নিয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের কোথাও শয্যা না পেয়ে অনেকেই বারান্দা ও গাছতলায় চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আলফাডাঙ্গার আব্দুল্লাহ আবু খান বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ২টায় মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, সেখান থেকে সদর হাসপাতালে পাঠিয়েছে। এখন দুপুর সাড়ে ১২টা বাজে (শুক্রবার), কাঁঠালগাছের তলায় চিকিৎসা নিতে হচ্ছে।’

আব্দুল্লাহ আবু খান আরও বলেন, তাঁর মতো আরও অনেকেই এভাবে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে তাঁরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র নার্স গোলাপি বেগম বলেন তাঁরা এখন সাপ্তাহিক ছুটি না নিয়েও দিনরাত রোগীর সেবা করছেন। রোগী আসছে প্রচুর, জায়গা দিতে পারছেন না। নিরুপায় হয়ে অনেকেই মেঝে, বারান্দা, আবার অনেকেই গাছতলায় সেবা নিচ্ছেন।

ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তানজিলুর ইসলাম বলেন, রোগী আসছে অনেক, তবে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। ডায়রিয়া রোগীদের দুই থেকে তিন দিন ঠিকমতো যত্নে রাখলে সুস্থ হয়ে যায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আগারাওলা বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়া নিয়ে ১০৮ জন ভর্তি হয়েছেন। গত সপ্তাহে ৪৩২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তবে রোগীরা বেশি দিন ভর্তি থাকছেন না, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি না নেওয়ায় সদর হাসপাতালে চাপ বেড়েছে। এই হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা মাত্র ১০টি । বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১৩৫। এই বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, সীমিত জনবল দিয়ে রোগীদের সেবা দিচ্ছেন। ডায়রিয়ার বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত