Ajker Patrika

আবদুর রশীদ তর্কবাগীশ চরিত্রে আবুল হায়াত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ০২
আবদুর রশীদ তর্কবাগীশ চরিত্রে আবুল হায়াত

ভাষা আন্দোলনের ইতিহাসে বাঙালি চেতনার মহানায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। বাংলা ও বাঙালির স্বাধিকার আন্দোলনের পুরোধা। তিনি হলেন ইতিহাসের সেই প্রথম ব্যক্তি, যিনি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে নুরুল আমিন সরকারের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠেছিলেন। পার্লামেন্ট থেকে ৩৫ জন সদস্য নিয়ে নেতৃত্ব দিয়ে বিদ্রোহ করেন এবং গ্রেপ্তার হন। একুশের হত্যাকাণ্ডের প্রতিবাদে আইন পরিষদে এটিই ছিল প্রথম প্রতিবাদ।

সেই আবদুর রশীদ তর্কবাগীশ এবার ফিরে এলেন নাটকের গল্পে। একুশে ফেব্রুয়ারির জন্য নির্মিত ‘গহীনের মানুষ’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত। নির্মাতা হাসান রেজাউলের পরিচালনায় আবুল হায়াতকে দেখা যাবে বিখ্যাত রাজনীতিবিদ মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের চরিত্রে।

বিখ্যাত এই রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করার বিষয়ে আবুল হায়াত বলেন, ‘গহীনের মানুষ নাটকটি মূলত ভাষা আন্দোলনের ওপর। একজন গবেষণা করতে গিয়ে আবদুর রশীদ তর্কবাগীশের চরিত্রটি উপস্থিত হয়। নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে নাটকটির মধ্য দিয়ে।’

নাটকটির পরিচালক হাসান রেজাউল বলেন, ‘আবদুর রশীদ তর্কবাগীশের তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই। ওনার চরিত্রটি ফুটিয়ে তুলতে তাই বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে। আবুল হায়াত স্ক্রিপ্টটা পড়ে নাটকটির লেখক মনি হায়দারকে ফোন দিয়ে জানিয়েছেন, তাঁর খুব পছন্দ হয়েছে গল্পটি। এই ধরনের কাজ করতে তিনি আগ্রহী। আমারও মনে হয়েছে, এই চরিত্রে আবুল হায়াতকেই সবচেয়ে বেশি মানাবে।’

গহীনের মানুষ নাটকটি একুশে ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে। আবুল হায়াত ছাড়াও এতে অভিনয় করেছেন নাঈম, অর্ষা ও সাদ্দাম হোসেন। নাটকটির দৃশ্য ধারণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত