Ajker Patrika

ধবলধোলাইয়ের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০: ৪৬
ধবলধোলাইয়ের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ আগেও জিতেছে। সেই ‘আগে’টা ২০১৫ সালে। সেবারের মতো এবারও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। সাত বছর আগে বাংলাদেশ পারেনি ধবলধোলাইয়ের সুযোগ কাজে লাগাতে। এবার সেটি করে দেখানোর সুযোগ চট্টগ্রামে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ অবশ্য ঘরের মাঠে ওয়ানডেতে দুর্দান্ত এক দল। এই সংস্করণে গত পাঁচ বছরে নিজেদের মাঠে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের সাফল্যের রহস্য নিয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গতকাল সাংবাদিকদের বলেন, ‘এই ফরম্যাটে আমরা শক্তিশালী, জিততে জানি। এর আগে ২০১৫ সালেও ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। এটা আমাদের শক্তিমত্তার একটা চিহ্ন। দুটি ম্যাচ আমরা যেভাবে জিতেছি তাতে নিজেদের দৃঢ়তা দেখাতে পেরেছি।

মিরাজ-মাহমুদউল্লাহ, এর আগে মিরাজ-মোস্তাফিজ...শেষ উইকেট জুটিতে ৫১ রান করে জেতা সত্যি দারুণ। আর কালকে (পরশু) যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা কেউ-ই আশা করিনি এত রান করতে পারব। এই উইকেটে আমিও ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলে ভালো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেখান থেকে ২৭১ রান করা, সত্যিকার অর্থেই অনেক বড় দৃঢ়তা প্রদর্শন হয়েছে।’ 

টেস্ট দলে চমক জাকির 
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা মিরাজরা গতকাল দুপুরে পৌঁছেছেন চট্টগ্রামে। সিরিজ জয়ের আমেজের মধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল। এই দলে চমকের নাম জাকির হাসান। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। সিলেটের হয়ে ৪৪২ রান করেছিলেন। ভারত ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্টেও দুর্দান্ত খেলছেন। সেটিরই পুরস্কার পেয়েছেন জাকির।

চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। সর্বশেষ টেস্ট সিরিজে না থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন। তবে চোটে পড়ে এই টেস্টেও নেই তামিম ইকবাল। কুঁচকির চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজ ছিলেন না। ছন্দ হারিয়ে ফেলা মুমিনুল হক আছেন টেস্ট দলে। গত জুনে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাসেনি এনামুল হক বিজয়ের। তবু তাঁর ওপর আস্থা হারাননি নির্বাচকেরা, তাঁকে রেখেছেন দলে।

ওয়ানডে সিরিজের পর ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত