গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য শহরের বাজারসহ প্রধান সড়কের পাশে নালা (ড্রেন) নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে বাজারের প্রধান সড়ক সংকুচিত ও ক্ষতি করে ড্রেন নির্মাণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বপূর্ণ এ সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও একাধিক স্থানে প্রভাবশালী ব্যক্তির স্থাপনা রক্ষায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই থেকে তিন ফুট সড়ক কেটে ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের বাধার মুখে শনিবার কাজ বন্ধ রাখা হয়।
জানা গেছে, গোয়ালন্দ শহরের দীর্ঘ দিনের জলাবদ্ধতা দুর করা ও পানি নিষ্কাশন করতে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেনের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি ড্রেন নির্মাণ করা হবে। ৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা হবে গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে আর এন্টারপ্রাইজ চলতি বছর এপ্রিল মাসে এ ড্রেনের নির্মাণকাজ শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখে ড্রেন নির্মাণের জন্য বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বাসস্ট্যান্ড থেকে ৫০-৭০ মিটার পর খন্দকার আব্দুল মুহিতের বাড়ির সামনে পাকা সড়কের প্রায় আড়াই ফুট অংশ কেটে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। ব্যস্ততম এ সড়ক সংকুচিত ও ক্ষতি করে কাজ করায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে গত শনিবার দুপুরে কাজ বন্ধ করে দেয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হক খান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নিয়ম তিনি ভেঙে গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতি করে ড্রেন নির্মাণকাজে কর্মরত চার শ্রমিককে আটক করেন। প্রায় তিন ঘণ্টা আটক থাকার পর চার শ্রমিক মুচলেকা দিয়ে ছাড়া পান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল। তিনি পরিস্থিতি দেখে কাজ বন্ধ করে দেন।
স্থানীয় শামীম মোল্লা বলেন, জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণ করা করা হচ্ছে। কিন্তু দু-একজন প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ততম প্রধান সড়কের ক্ষতি কেন করা হচ্ছে তা বোধগম্য নয়। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, গোয়ালন্দ শহরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ; জলাবদ্ধতা দুর ও পানি নিষ্কাশন করতে প্রধান সড়কের পাশ দিয়ে ও বাজারের প্রতিটি গলিতে ড্রেন নির্মাণ করা হচ্ছে।
মেয়র আরও বলেন, এই ড্রেন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নকশার বাইরে গিয়ে একটি স্থানে প্রধান সড়ক কাটার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে যথাযথভাবে ড্রেন নির্মাণের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং এই শর্তে আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য শহরের বাজারসহ প্রধান সড়কের পাশে নালা (ড্রেন) নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে বাজারের প্রধান সড়ক সংকুচিত ও ক্ষতি করে ড্রেন নির্মাণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বপূর্ণ এ সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও একাধিক স্থানে প্রভাবশালী ব্যক্তির স্থাপনা রক্ষায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই থেকে তিন ফুট সড়ক কেটে ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের বাধার মুখে শনিবার কাজ বন্ধ রাখা হয়।
জানা গেছে, গোয়ালন্দ শহরের দীর্ঘ দিনের জলাবদ্ধতা দুর করা ও পানি নিষ্কাশন করতে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেনের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি ড্রেন নির্মাণ করা হবে। ৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা হবে গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে আর এন্টারপ্রাইজ চলতি বছর এপ্রিল মাসে এ ড্রেনের নির্মাণকাজ শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখে ড্রেন নির্মাণের জন্য বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বাসস্ট্যান্ড থেকে ৫০-৭০ মিটার পর খন্দকার আব্দুল মুহিতের বাড়ির সামনে পাকা সড়কের প্রায় আড়াই ফুট অংশ কেটে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। ব্যস্ততম এ সড়ক সংকুচিত ও ক্ষতি করে কাজ করায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে গত শনিবার দুপুরে কাজ বন্ধ করে দেয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হক খান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নিয়ম তিনি ভেঙে গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতি করে ড্রেন নির্মাণকাজে কর্মরত চার শ্রমিককে আটক করেন। প্রায় তিন ঘণ্টা আটক থাকার পর চার শ্রমিক মুচলেকা দিয়ে ছাড়া পান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল। তিনি পরিস্থিতি দেখে কাজ বন্ধ করে দেন।
স্থানীয় শামীম মোল্লা বলেন, জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণ করা করা হচ্ছে। কিন্তু দু-একজন প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ততম প্রধান সড়কের ক্ষতি কেন করা হচ্ছে তা বোধগম্য নয়। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, গোয়ালন্দ শহরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ; জলাবদ্ধতা দুর ও পানি নিষ্কাশন করতে প্রধান সড়কের পাশ দিয়ে ও বাজারের প্রতিটি গলিতে ড্রেন নির্মাণ করা হচ্ছে।
মেয়র আরও বলেন, এই ড্রেন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নকশার বাইরে গিয়ে একটি স্থানে প্রধান সড়ক কাটার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে যথাযথভাবে ড্রেন নির্মাণের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং এই শর্তে আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫