Ajker Patrika

চারঘাটে ২১ জনের মনোনয়ন প্রত্যাহার

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
চারঘাটে ২১ জনের মনোনয়ন প্রত্যাহার

রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাঁরা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।

এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

নিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী ও জেলা যুবলীগ নেতা কামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ইউসুফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব করিম জুয়েল তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাকি দুই ইউনিয়ন সরদহ ও চারঘাট সদরে কোনো প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

ছয় ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৩৬ জনের মনোনয়ন বৈধতা পেলেও শেষ দিনে ১৪ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে আবু বক্কর সিদ্দীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত