Ajker Patrika

দুই টাকায় খাতা-কলম

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১০: ৪৯
দুই টাকায় খাতা-কলম

করোনা-পরবর্তী আর্থিক সংকটের সময়ে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে রাজবাড়ীর জনপ্রিয় সংগঠন রাজবাড়ী সার্কেল। সামাজিক এই প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য দুই টাকা প্রতীকী মূল্যে একটি খাতা ও একটি কলমের ব্যবস্থা করেছে। যা দোকান থেকে কিনতে কমপক্ষে ৩০ টাকা লাগে।

অসহায়, দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষ খাদ্যের চাহিদা মেটাতেই হিমশিম খায়, এর ওপর আবার কাল হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। তাই দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এক টাকায় খাতা ও এক টাকায় কলম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিনা মূল্যে খাতা-কলম যেন অসহায় মানুষের কাছে অসম্মানজনক না হয়, সে জন্য এক টাকা প্রতীকী করে মূল্য রাখা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের যেকোনো পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা প্রযোজ্য থাকবে।

রাজবাড়ী সার্কেলের অফিস ও বালিয়াকান্দিসহ জেলার পাঁচটি উপজেলায় স্বেচ্ছাসেবকদের কাছ থেকে যে কেউ এই খাতা-কলম সংগ্রহ করতে পারবেন।

রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার শামস সোহাগ বলেন, ২০১৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাঁরা ব্যতিক্রম কিছু করতে চেয়েছেন। সে লক্ষ্যেই জেলার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণে এক টাকার খাতা ও কলম বিক্রির উদ্যোগ নিয়েছেন। এই ধরনের মানবিক কর্মকাণ্ড সব সময় চলমান থাকবে।

প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রবাসী ব্যবসায়ী আকবর খান বলেন, রাজবাড়ী সার্কেল যে সব উদ্যোগ নেয় তা সত্যিই খুব গঠনমূলক ও ব্যতিক্রমধর্মী। সমাজ পরিবর্তনে রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি জেলার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যেতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত