Ajker Patrika

যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৯
যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে

খুলনা-৬ আসনের সাংসদ ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাবু বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরা সংগঠনের প্রাণ। তারাই দলের যে কোন সংকটময় সময়ে অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাছাই করে যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনকে সামনে রেখে ফুলতলা উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।

উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন। যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্সের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন এস কে মিজানুর রহমান, এস রবীন বসু, উদয় কুন্ডু, সজীব হাসান ভুইয়া লিটু, রবিউল ইসলাম মোল্লা, শেখ মনিরুল ইসলাম, মাসুদ পারভেজ মুক্ত, শেখ সাজ্জাদ হোসেন, সুমন পারভেজ মোল্লা, ইমরান হোসেন রাজীব, মো. সাইফুল ইসলাম, মোস্তফা কামাল বুলু চৌধুরী প্রমুখ। সভায় আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে উপজেলা ও ইউনিয়ন সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত