Ajker Patrika

ছাত্রকে লাঞ্ছিত করায় দুই ছাত্রী বহিষ্কৃত

জাবি প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩: ১৬
ছাত্রকে লাঞ্ছিত করায় দুই ছাত্রী বহিষ্কৃত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রকে লাঞ্ছনা ও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে তাঁদের শাস্তির সুপারিশ করা হয়। পরে রাত ৯টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভা অনুষ্ঠিত হলে সেখানে তাঁদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত দুই ছাত্রী হলেন নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া বিনতে ইকরাম ও তাঁর সহপাঠী অনিকা তাবাচ্ছুম মিম। এর মধ্যে সুমাইয়াকে এক বছরের জন্য ও মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

জানা যায়, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলাতে সুমাইয়া ৪৪ ব্যাচের এক ছাত্রকে থাপ্পড় মারেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে ভুক্তভোগী ছাত্র রাত ১২টার দিকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। পরে গভীর রাতেই প্রক্টর অফিসে উভয়পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের লিখিত সাক্ষ্য নেওয়া হয়।

জাবির রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছিত করায় সুমাইয়াকে এক বছর এবং গালিগালাজ করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আনিকা তাবাচ্ছুম মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। তাঁরা দুজনই এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও আবাসিক হলে প্রবেশ এবং বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ও পরিবহন ব্যবহার করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত