Ajker Patrika

ইভ্যালির সিইওর মুক্তি দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮: ৪২
ইভ্যালির সিইওর মুক্তি দাবিতে মানববন্ধন

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বরিশালের গ্রাহকেরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা ইভ্যালি থেকে পণ্য কিনছেন। কিন্তু অজ্ঞাত কারণে ইভ্যালি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এতে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হলেও তারা ইভ্যালি কর্তৃপক্ষকে সময় দিতে চান। গ্রাহকেরা অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, এর আগে ডেসটিনির কর্তৃপক্ষকে গ্রেপ্তারের পরও গ্রাহকেরা তাদের অর্থ ফেরত পাননি। তাঁরা মনে করেন, ইভ্যালির সিইও-চেয়ারম্যান মুক্ত থাকলে তাদের অর্থ অথবা পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউও) ও ব্যবস্থাপনা পরিচালক রাসেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক মামলাটি করেন। পরে ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...