Ajker Patrika

বাহুবলে আ.লীগের ৭ নেতাকে অব্যাহতি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮: ২৫
বাহুবলে আ.লীগের ৭ নেতাকে অব্যাহতি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় দলের সাত নেতাকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।

গত শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুন নূর মানিক ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাইয়ের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- লামাতাসী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আজমল হোসেন চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক স্নানঘাট ইউপির সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ভাদেশ্বর ইউপিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জুনায়েদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক (সাতকাপন ইউপি), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আসকির মিয়া (মিরপুর ইউপি) ও আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়।

বাহুবল উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার ৪০ চেয়ারম্যান, ১০২ সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ সাধারণ সদস্য পদপ্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন। ৩১ জানুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত