Ajker Patrika

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৬
অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁরা

গাজীপুরের টঙ্গীতে প্রাইভেট কারের ওপর পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চেরাগ আলী কাদেরিয়া টেক্সটাইলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন সামান্য আহত হয়েছেন।

প্রাইভেট কারের যাত্রীরা হলেন চালক মো. শামিম (৪০), তার স্ত্রী শান্তা আক্তার (৩৪), তাঁদের মেয়ে সামসাদ নাহার আনুস্কা (১৬) ও ছেলে আহনাফ হোসেন শুদ্ধ (৩.৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো গ: ৪২-৬২১৯) ঢাকার মিরপুর থেকে গাজীপুরের কালিয়াকৈরের এলাকার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন শামিম। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহীই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-২৩৮৭) গর্তে পড়ে উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে।

এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা সবাই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়ে গেলেও ট্রাক ও প্রাইভেট কার উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ