Ajker Patrika

আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি নৌকার অখিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ০২
আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি নৌকার অখিল

আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি অখিল চন্দ্র রায়। তিনি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

গত রোববার আপিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। যাচাই-বাছাই শেষে তিনি এই রায় দেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর ঋণ খেলাপির কারণে অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের নেতৃত্বে আপিল শুনানি হয়। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে রায় দেওয়া হয়।

মনোনয়ন বাতিল হওয়া নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের সঙ্গে কল করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই হয় ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত—জানালেন আমির

আজকের রাশিফল: অফিসে মিষ্টি কথায় মন গলবে বসের, প্রেমের ঝগড়ায় চ্যাটজিপিটিতে ভরসা নয়

বাংলা ভাষার সঙ্গে জোহরান মামদানির ঘরের সম্পর্ক, যোগসূত্র মা মীরা নায়ার

বুমরা-সূর্যকুমারকে শাস্তি দিল আইসিসি, নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

এলাকার খবর
Loading...