Ajker Patrika

‘সাদা সাদা কালা কালা’ প্রশংসিত, পাওয়া গেল হাশিম মাহমুদকে

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২: ৩৩
‘সাদা সাদা কালা কালা’ প্রশংসিত, পাওয়া গেল হাশিম মাহমুদকে

গত সপ্তাহে প্রকাশ হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’র প্রথম গান। ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেক তারকাই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। ‘তোমায় আমি পাইতে পারি বাজি’—বছরখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ভাইরাল হয়। তখনো মানুষ ব্যাপক শেয়ার করছিলেন গানটি। ভিডিওতে দেখা যায় উষ্কখুষ্ক ও এলোমেলো দাড়িওয়ালা এক বৃদ্ধ গানটি গাইছেন। কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় গাইছিলেন তিনি। বৃদ্ধের পরিচয় তখনো অজানা, অনেকে তাঁর নামও শোনেননি। তিনিই হাশিম মাহমুদ।

সুমন বলেন, ‘আমি যখন চারুকলায় পড়তাম তখন হাশিম ভাইয়ের সঙ্গে পরিচয়। আমার কাছে ওনার গান ছিল ভিন্ন কিছু। কত বিকেল পার করেছি হাশিম ভাইয়ের গানে! যখন হাওয়ার কাজ শুরু করব, তখনই ঠিক করেছিলাম গানটা সিনেমায় রাখব। কিন্তু অনেক খুঁজেও হাশিম ভাইকে পাচ্ছিলাম না। তিনি আর চারুকলায় আসেন না। পরে জানতে পারি তিনি অসুস্থ। হাশিম ভাইকে খুঁজে পেলাম নারায়ণগঞ্জে। তাঁকে দিয়ে গানটি গাওয়াতে পারলে ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি তাঁর অসুস্থতার কারণে।’

গানটি গেয়েছেন আরফান মৃধা শিবলু। তিনি বহু বছর ধরে হাশিমের সঙ্গে গান করেছেন। পরিচালক সুমন বলেন, ‘হাশিম ভাইয়ের আরও সুন্দর সুন্দর গান আছে। নাটকে ওনার একটা গান ব্যবহার করেছিলাম।’

হাশিম মাহমুদহাশিম এখন সিজোফ্রেনিক রোগী। চারুকলায় যখন হাশিম নিয়মিত ছিলেন, তখনো এই রোগটি ছিল তাঁর। রোগটি বাড়ার সঙ্গে সঙ্গে চারুকলায় অনিয়মিত হয়েছেন। স্ত্রী-সন্তান নেই তাঁর। পরিবারে তাঁর ভাইসহ আরও কিছু আত্মীয়স্বজন রয়েছেন, তাঁরাই এখন হাশিমের দেখাশোনা করেন।

হাওয়া সিনেমা-সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি হাজারেরও বেশিবার কভার করা হয়েছে। সেগুলো হাওয়ার অফিশিয়াল পেজে শেয়ার দেওয়া হচ্ছে।

সুমন বলেন, ‘এই গানটায় খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় নাই। নৌকার কাঠ, বাঁশ, হাঁড়ি-পাতিল দিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী, আর এই অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা।’

২৯ জুলাই মুক্তি পাবে ‘হাওয়া’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...