Ajker Patrika

‘সরকার খালেদা জিয়াকে ভয় করে বলেই মুক্তি দিচ্ছে না’

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৩৬
‘সরকার খালেদা জিয়াকে ভয় করে বলেই মুক্তি দিচ্ছে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘শুধু বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তি চান না, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ তাঁর মুক্তি চান। কিন্তু সরকার খালেদা জিয়াকে ভয় করে বলেই আইন থাকা সত্ত্বেও তাঁকে মুক্তি দিচ্ছে না।’

গতকাল বুধবার বিকেলে গঙ্গাচড়ার বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে রংপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আব্বাস বলেন, ‘যদি খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া না হয় তাহলে গণ-আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙে তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

রংপুরে সমাবেশে আসার পথে পুলিশের বিরুদ্ধে চারটি জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বাধা দিয়ে জনতার স্রোত আটকে দেওয়া যাবে না, বরং বাড়বে। সরকারের পায়ের তলায় মাটি নেই বলেই প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতা-কর্মী এবং জনসাধারণকে দমিয়ে রাখতে চায়। এই সরকারের আর সময় নেই। এখনই প্রতিরোধ এবং প্রতিবাদ হবে।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

এ সময় আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদল রংপুর বিভাগের সহসভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মামুন খান প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত