Ajker Patrika

টেকনাফে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ০৬
টেকনাফে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

১৬ আর্মড পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, ডি/১ ব্লকে কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবরের ভিত্তিতে এপিবিএনের সদস্য ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় চাকমারকূল শিবিরের মো. জাফর শাহ (২২), মো. আয়াত উল্লাহ (২৪) ও মো. সাদেককে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রামদা, দুটি চাপাতি, একটি দামুর দা, একটি লাইট ও দুটি মোবাইল জব্দ করা হয়।

এদিকে একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা অভিযান চালিয় একটি একনলা বন্দুকসহ মো. ইসমাইল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি রোহিঙ্গা মেয়ের সঙ্গে বিয়ে করে শিবিরে বসবাস করতেন।

ইসমাইল দীর্ঘদিন শিবিরে অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানান এসপি তারিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত