নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে শ দুয়েক নেতা-কর্মী নিয়ে জেলা কৃষক দলের এক ঘণ্টার প্রতিনিধি সভা হয়েছে। এই সমাবেশে যাওয়ার আগেই নেতা-কর্মীরা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বিমানবন্দর থেকে নিয়ে আসার সময় প্রায় এক ঘণ্টা সড়কে মহড়া দেন। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট দেখা দেয়। আটকা পড়ে অনেক গাড়ি। রোগীসহ একটি অ্যাম্বুলেন্সও প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর শ্রীরামপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা কৃষক দলের প্রতিনিধি সভা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। সভায় যোগ দিতে ঢাকা থেকে আকাশপথে রাজশাহীতে আসেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরে নামেন। এরপর নেতা-কর্মীরা তাঁকে মহড়া দিয়ে সভাস্থলে নিয়ে যান। প্রায় ১৫ মিনিটের পথ তাঁরা ৫০ মিনিটে পাড়ি দেন।
হাসান জাফির তুহিন একটি জিপে উঠলেও তাঁর আশপাশে শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেলে ছিলেন। খুবই ধীরগতিতে মোটরসাইকেলের বহরটি সভাস্থলের দিকে যাচ্ছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই লেন জুড়ে তাঁরা বারবার থামছিলেন পেছনের নেতা-কর্মীদের অপেক্ষায়। পেছন থেকে তুহিনের গাড়িসহ অন্য মোটরসাইকেলগুলো এগিয়ে এলে আবারও যাত্রা শুরু হচ্ছিল। কয়েক দফা এভাবে রাস্তায় থামা হয়েছে।
পবা উপজেলার বায়াবাজার এলাকায় গাড়ি থামিয়ে তুহিনকে কয়েক মিনিট মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। এ সময় তাঁর পেছনে যানজট লেগে যায়। মহড়ায় একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। তিনি মোটরসাইকেল থেকে নেমে গাড়িতে বসে থাকা কেন্দ্রীয় নেতা হাসান জাফির তুহিনের সঙ্গে কথা বলেন। এই যাত্রাবিরতির কারণে মহড়ার পেছনে থাকা অন্য গাড়ি ও নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে আসা একটি অ্যাম্বুলেন্স আটকা পড়ে। মোটরসাইকেলগুলো একটু সামনে এগোলে অ্যাম্বুলেন্সটি উল্টো লেন দিয়ে মহড়া পার হয়।
রাজশাহী-নওগাঁ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। মহড়াটি নগরীর শালবাগানে এলে যানজট আরও বাড়ে। এ সময় শালবাগান মোড়ে দায়িত্বরত একদল পুলিশ সদস্যকে তৎপর হতে দেখা যায়। পুলিশের এই দল থেকে নগরীর উপশহর পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবলকে ওয়াকিটকিতে মহড়ার বিষয়ে তথ্য দিতে দেখা যায়। এতে শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সতর্ক হয় পরে যানজট এড়িয়ে দ্রুত মহড়াটি সভাস্থলে পাঠায়।
অ্যাম্বুলেন্স ও অন্য যানবাহন পেছনে আটকে এভাবে জনদুর্ভোগ করার বিষয়ে জানতে চাইলে মহড়ার সামনের দিকে থাকা এক কর্মী বলেন, ‘সামনে দেশের মানুষকে বড় দুর্ভোগ থেকে রক্ষা করতে এখন একটু ছোট দুর্ভোগ দেওয়া হলো। এটা বড় কোনো বিষয় না।’
জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘বিমানবন্দর থেকে আসার সময় কখনো কখনো মোটরসাইকেল দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। তখন একটু থেমে আবার সবাই একসঙ্গে আসছিলাম। এতে তেমন দুর্ভোগ হয়নি। অল্প সময়ের জন্য অন্য যানবাহন চলাচলে সমস্যা হয়েছে। তবে কোনো অ্যাম্বুলেন্স আটকে ছিল কি না, তা জানি না।’
এই মহড়া নিয়ে জনদুর্ভোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, এয়ারপোর্ট থেকে শ্রীরামপুর কয়েকটা থানার অধীনে পড়েছে। সংশ্লিষ্ট থানা আছে।
যাঁদের দায়িত্ব ছিল তাঁরা দায়িত্ব পালন করেছেন।
রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে শ দুয়েক নেতা-কর্মী নিয়ে জেলা কৃষক দলের এক ঘণ্টার প্রতিনিধি সভা হয়েছে। এই সমাবেশে যাওয়ার আগেই নেতা-কর্মীরা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বিমানবন্দর থেকে নিয়ে আসার সময় প্রায় এক ঘণ্টা সড়কে মহড়া দেন। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট দেখা দেয়। আটকা পড়ে অনেক গাড়ি। রোগীসহ একটি অ্যাম্বুলেন্সও প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর শ্রীরামপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা কৃষক দলের প্রতিনিধি সভা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। সভায় যোগ দিতে ঢাকা থেকে আকাশপথে রাজশাহীতে আসেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরে নামেন। এরপর নেতা-কর্মীরা তাঁকে মহড়া দিয়ে সভাস্থলে নিয়ে যান। প্রায় ১৫ মিনিটের পথ তাঁরা ৫০ মিনিটে পাড়ি দেন।
হাসান জাফির তুহিন একটি জিপে উঠলেও তাঁর আশপাশে শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেলে ছিলেন। খুবই ধীরগতিতে মোটরসাইকেলের বহরটি সভাস্থলের দিকে যাচ্ছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই লেন জুড়ে তাঁরা বারবার থামছিলেন পেছনের নেতা-কর্মীদের অপেক্ষায়। পেছন থেকে তুহিনের গাড়িসহ অন্য মোটরসাইকেলগুলো এগিয়ে এলে আবারও যাত্রা শুরু হচ্ছিল। কয়েক দফা এভাবে রাস্তায় থামা হয়েছে।
পবা উপজেলার বায়াবাজার এলাকায় গাড়ি থামিয়ে তুহিনকে কয়েক মিনিট মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। এ সময় তাঁর পেছনে যানজট লেগে যায়। মহড়ায় একটি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। তিনি মোটরসাইকেল থেকে নেমে গাড়িতে বসে থাকা কেন্দ্রীয় নেতা হাসান জাফির তুহিনের সঙ্গে কথা বলেন। এই যাত্রাবিরতির কারণে মহড়ার পেছনে থাকা অন্য গাড়ি ও নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে আসা একটি অ্যাম্বুলেন্স আটকা পড়ে। মোটরসাইকেলগুলো একটু সামনে এগোলে অ্যাম্বুলেন্সটি উল্টো লেন দিয়ে মহড়া পার হয়।
রাজশাহী-নওগাঁ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। মহড়াটি নগরীর শালবাগানে এলে যানজট আরও বাড়ে। এ সময় শালবাগান মোড়ে দায়িত্বরত একদল পুলিশ সদস্যকে তৎপর হতে দেখা যায়। পুলিশের এই দল থেকে নগরীর উপশহর পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবলকে ওয়াকিটকিতে মহড়ার বিষয়ে তথ্য দিতে দেখা যায়। এতে শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সতর্ক হয় পরে যানজট এড়িয়ে দ্রুত মহড়াটি সভাস্থলে পাঠায়।
অ্যাম্বুলেন্স ও অন্য যানবাহন পেছনে আটকে এভাবে জনদুর্ভোগ করার বিষয়ে জানতে চাইলে মহড়ার সামনের দিকে থাকা এক কর্মী বলেন, ‘সামনে দেশের মানুষকে বড় দুর্ভোগ থেকে রক্ষা করতে এখন একটু ছোট দুর্ভোগ দেওয়া হলো। এটা বড় কোনো বিষয় না।’
জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘বিমানবন্দর থেকে আসার সময় কখনো কখনো মোটরসাইকেল দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। তখন একটু থেমে আবার সবাই একসঙ্গে আসছিলাম। এতে তেমন দুর্ভোগ হয়নি। অল্প সময়ের জন্য অন্য যানবাহন চলাচলে সমস্যা হয়েছে। তবে কোনো অ্যাম্বুলেন্স আটকে ছিল কি না, তা জানি না।’
এই মহড়া নিয়ে জনদুর্ভোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, এয়ারপোর্ট থেকে শ্রীরামপুর কয়েকটা থানার অধীনে পড়েছে। সংশ্লিষ্ট থানা আছে।
যাঁদের দায়িত্ব ছিল তাঁরা দায়িত্ব পালন করেছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫