Ajker Patrika

গজারিয়ায় ২৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৯
Thumbnail image

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন পদে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় এসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনজন সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে ১৯ জন রয়েছেন।

গুয়াগাছিয়া ও ভবের চর ইউনিয়ন পরিষদে (ইউপি) একজন করে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, ‘বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন বৈধতার জন্য ১৩ ডিসেম্বরে থেকে ১৫ ডিসেম্বর আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর আপিল যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’

আগামী ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। এরপর ওই দিনই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পঞ্চম ধাপে এই উপজেলায় ইউপি নির্বাচন হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত