Ajker Patrika

মনোহরদীতে গাঁজাসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
মনোহরদীতে গাঁজাসহ  আটক ২

নরসিংদীর মনোহরদীতে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত বুধবার বেলা ১১টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন এলাকার একটি সিএনজি মেকানিকের দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহাপুর গ্রামের সাইফুল ইসলাম রনি ও একই থানার দজনগর গ্রামের শেফালী বেগম। পরে বুধবার রাতে র‍্যাব-১১ নরসিংদীর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান এই সব তথ্য জানান।

তৌহিদুল মবিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মনোহরদী বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন একটি সিএনজি মেকানিকের দোকানের সামনে অভিযান চালায় এবং নারীসহ দুজনকে আটক করে। এ সময় সাইফুল ইসলাম রনির কাছ থেকে ৭ কেজি গাঁজা,১টি মোবাইল ও ১টি স্কুল ব্যাগ এবং শেফালী বেগমের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ১টি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত