নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ায় জেলের বাইরে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এখন পরিবারের সদস্যরা বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান তাঁকে। কিন্তু যে ধারায় খালেদার সাজা স্থগিত করা হয়েছে, সেই ধারায় তাঁকে বিদেশ যাওয়ার অনুমোদন দেওয়া যাবে না। ফলে জেলে ফিরে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়া আবেদন করলে বিবেচনা করবে সরকার।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সরকার চাইলে খালেদা জিয়া যেকোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন। বিএনপির আরেক সাংসদ হারুনুর রশিদ বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগটা দেন।’
জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তাঁরা যে আবেদনটি করেছিলেন, সেটা ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে।’
সংসদে আইনমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পেছন ফিরে আইনমন্ত্রীকে বিএনপির অতীতের কথা স্মরণ করিয়ে দেন। এরপর আইনমন্ত্রী বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামি যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, খালেদা জিয়া এর চেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। আর এটা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কারণে।’
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাঁর ভাই শামীম এস্কান্দার। কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে খালেদা জিয়ার সাজার মেয়াদ আরও ছয় মাসের জন্য স্থগিত করে সরকার।
এদিকে বিএনপি কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ করে দেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ, তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না। সোমবার রাতে তিনি প্রথম সিসিইউতে বেড থেকে চেয়ারে বসেছেন।’
শত নাগরিক কমিটির বিবৃতি: খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ করেছে শত নাগরিক জাতীয় কমিটি নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন। এ অবস্থায় সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, সব প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে, সম্পূর্ণ মানবিক কারণে জনগণের এই প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।
বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. এস এম এ ফায়েজ, ড. মাহবুব উল্লাহ, জেড. এন তাহমিদা বেগম, ড. ওয়াকিল আহমেদ, মনসুর মুসা, আবদুল হাই শিকদার (কবি), ডা. আবদুল কুদ্দুস, ওবায়দুল ইসলাম, ড. লুৎফুর রহমান, আবদুর রহমান সিদ্দিকী, ড. রেজাউল করিম, ড. ইফতেখারুল আলম মাসুদ, ড. মুজাদ্দেদী আলফেসানী, ড. কামরুল আহসান ও ড. ফরহাদ হালিম ডোনার।
সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ায় জেলের বাইরে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এখন পরিবারের সদস্যরা বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান তাঁকে। কিন্তু যে ধারায় খালেদার সাজা স্থগিত করা হয়েছে, সেই ধারায় তাঁকে বিদেশ যাওয়ার অনুমোদন দেওয়া যাবে না। ফলে জেলে ফিরে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়া আবেদন করলে বিবেচনা করবে সরকার।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সরকার চাইলে খালেদা জিয়া যেকোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন। বিএনপির আরেক সাংসদ হারুনুর রশিদ বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগটা দেন।’
জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তাঁরা যে আবেদনটি করেছিলেন, সেটা ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে।’
সংসদে আইনমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পেছন ফিরে আইনমন্ত্রীকে বিএনপির অতীতের কথা স্মরণ করিয়ে দেন। এরপর আইনমন্ত্রী বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামি যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, খালেদা জিয়া এর চেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। আর এটা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কারণে।’
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাঁর ভাই শামীম এস্কান্দার। কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে খালেদা জিয়ার সাজার মেয়াদ আরও ছয় মাসের জন্য স্থগিত করে সরকার।
এদিকে বিএনপি কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ করে দেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ, তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না। সোমবার রাতে তিনি প্রথম সিসিইউতে বেড থেকে চেয়ারে বসেছেন।’
শত নাগরিক কমিটির বিবৃতি: খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ করেছে শত নাগরিক জাতীয় কমিটি নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন। এ অবস্থায় সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, সব প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে, সম্পূর্ণ মানবিক কারণে জনগণের এই প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।
বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. এস এম এ ফায়েজ, ড. মাহবুব উল্লাহ, জেড. এন তাহমিদা বেগম, ড. ওয়াকিল আহমেদ, মনসুর মুসা, আবদুল হাই শিকদার (কবি), ডা. আবদুল কুদ্দুস, ওবায়দুল ইসলাম, ড. লুৎফুর রহমান, আবদুর রহমান সিদ্দিকী, ড. রেজাউল করিম, ড. ইফতেখারুল আলম মাসুদ, ড. মুজাদ্দেদী আলফেসানী, ড. কামরুল আহসান ও ড. ফরহাদ হালিম ডোনার।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫