Ajker Patrika

নৌকার প্রার্থীর দুই স্ত্রীই সরে দাঁড়ালেন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
নৌকার প্রার্থীর দুই স্ত্রীই সরে দাঁড়ালেন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী নুর-ঊন-নবী দুলাল মাস্টারের বিরুদ্ধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাঁর দুই স্ত্রী। গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে চতুর্থ ধাপে উপজেলার খানমরিচ ইউপি নির্বাচনে তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুর-ঊন-নবী দুলাল মাস্টারের দুই স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বামীর বিরুদ্ধে লড়তে মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়াও উপজেলার খানমরিচ ইউপিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, অষ্টমনিষায় আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম ও জাহিদ হাসান, দিলপাশা ইউপিতে মহিলা লীগের নেত্রী আফিয়া সুলতানা আঁখি, পার-ভাঙ্গুড়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম মধু চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী নুর-ঊন-নবী দুলাল বলেন, বিশেষ কিছু কারণে দুই স্ত্রীসহ নিজেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যাতে পরিবারের কেউ একজন চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন। তিনি নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তাঁর স্ত্রীদের মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে নিয়েছেন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রুকসানা নাছরীন বলেন, নৌকার প্রার্থীর দুই স্ত্রী ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুনসহ সাতজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত