রংপুর প্রতিনিধি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার রংপুর জিলা স্কুল মাঠে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘যে সব পণ্য কৃষকেরা চাষ করেন, তাঁর ন্যায্যমূল্য যদি না পান, তাঁরা যদি ধানচাষ করা বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে? সে কারণে কৃষকদের কথাও আমাদের চিন্তা করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তাঁরা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’
টিপু মুনশি আরও বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’
কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী: উপজেলার বালাপাড়ায় মন্ত্রী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। এ জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মানুষের সেবায় নিবেদিত হতে হবে।
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত সোমবার রাতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাউনিয়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ২১ বছর পেছনে ফেলে রাখা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের মডেল হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী জানান, বিগত সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে কাউনিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন দরকার, সেসব উন্নয়নকাজ জরুরিভিত্তিতে করা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার রংপুর জিলা স্কুল মাঠে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘যে সব পণ্য কৃষকেরা চাষ করেন, তাঁর ন্যায্যমূল্য যদি না পান, তাঁরা যদি ধানচাষ করা বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে? সে কারণে কৃষকদের কথাও আমাদের চিন্তা করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তাঁরা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’
টিপু মুনশি আরও বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’
কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী: উপজেলার বালাপাড়ায় মন্ত্রী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। এ জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মানুষের সেবায় নিবেদিত হতে হবে।
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত সোমবার রাতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাউনিয়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ২১ বছর পেছনে ফেলে রাখা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের মডেল হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী জানান, বিগত সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে কাউনিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন দরকার, সেসব উন্নয়নকাজ জরুরিভিত্তিতে করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫