Ajker Patrika

আজ ফিটনেসের আসল পরীক্ষা ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৩: ১৩
আজ ফিটনেসের আসল পরীক্ষা ক্রিকেটারদের

বৃষ্টিস্নাত দিনে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দিতে এলেন তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন। পরীক্ষার পর তিন পেসারের একসঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘ভ্রাতৃত্ব।’
পেসারদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শেষ হলো বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপ। গত তিন দিনে ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, ইসিজি, আই ও কার্ডিফ স্ক্রিনিং হয়েছে। আজ শুরু তাঁদের ফিটনেসের আসল পরীক্ষা। ক্যাম্পে থাকা ২৭-২৮ ক্রিকেটার দেবেন ইয়ো ইয়ো টেস্ট। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকা সাকিব আল হাসান, লিটন দাস, শরীফুল ইসলাম আর ডেঙ্গুর লক্ষণ নিয়ে অসুস্থ হাসান মাহমুদ ছাড়া বাকিরা আজ ফিটনেস পরীক্ষায় থাকবেন বলে জানিয়েছেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি।

বড় দুটি টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের উন্নত ফিটনেস নিশ্চিত করতে চায় বিসিবি। দুই দিন আগে জাতীয় দলের এক নিয়মিত সদস্য রসিকতা করে বলছিলেন, ‘সামনে এক মাস অনেক লোড দেবে তো, ফিটনেসে তাই এত জোর।’ ইয়ো ইয়ো টেস্ট নিয়ে বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা যখন জাতীয় দলের খেলোয়াড়দের পরীক্ষা নিই, তারা সবাই প্রমাণিত খেলোয়াড়। এখন তাদের ফিটনেসের অবস্থান কোন পর্যায়ে, সেটা জানতেই এই আয়োজন। পাস না করলেও কাউকে বাদ দেওয়া হবে, এ রকম নয়। যারা পাস নম্বর পাবে না, তাদের ফিটনেস বাড়াতে পুশ করব।’

ইফতি জানিয়েছেন, জাতীয় লিগে খেলোয়াড়দের পাস নম্বর ১৮ দশমিক ১ বা একটু বেশি। তবে বাংলাদেশ দলের জন্য সেটি ১৯। ইফতেখারুল বলেন, ‘১৮ ঠিক আছে, ১৯ ভালো, ২০ হচ্ছে খুব ভালো, এর ওপরে অসাধারণ। ইয়ো ইয়ো টেস্টে আমাদের সর্বোচ্চ নম্বর ২২ থেকে একটু বেশি আছে। সাধারণত আমরা জাতীয় দলের জন্য ১৯ ধরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত