Ajker Patrika

সংক্রমণের ঊর্ধ্বগতিতে লকডাউনের শঙ্কায় ভারত

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯: ৪৬
সংক্রমণের ঊর্ধ্বগতিতে লকডাউনের শঙ্কায় ভারত

ভারতে চরম উদ্বেগের মধ্যেই শুরু হয়েছে নতুন বছর। বছরের প্রথম দিনই দেশটিতে করোনার সংক্রমণের হার বেড়েছে ৩৫ শতাংশ। টিকা নেওয়ার পরও ইতিমধ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে মৃত্যু হয়েছে ২ জনের। পশ্চিমবঙ্গসহ ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ভারতে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৪৩১ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এদিকে সামনেই ভারতের ৫ রাজ্যে বিধানসভার ভোট। চলছে রাজ্যে রাজ্যে পৌর ও গ্রামাঞ্চলের স্বশাসিত পর্ষদের নির্বাচনও। ফলে সংক্রমণ দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নতুন করে লকডাউনের আশঙ্কাও বেড়ে চলেছে।

তবে গত বৃহস্পতিবার ১৪৫ কোটি ডোজ টিকার দেওয়ার মাইলফলক ছুঁয়েছে ভারত। এদিন এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানান, ভারতের প্রাপ্তবয়স্ক প্রায় ৯০ মানুষকে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দুই ডোজ টিকা পেয়েছেন ৬৩ দশমিক ৪ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত