Ajker Patrika

ধামাকার জন্য সময় চাইলেন পূজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২৪, ০৯: ২৩
ধামাকার জন্য সময় চাইলেন পূজা

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পূজা চেরির নতুন সিনেমা। ‘আগন্তুক’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। মুক্তির আগে সিনেমার প্রচারে দেখা না গেলেও মুক্তির পর থেকে বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন পূজা। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছেন আগন্তুক দেখার। কথা বলেছেন তাঁর ক্যারিয়ার আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। একই সঙ্গে নতুন ধামাকা দেওয়ার জন্য সময় চেয়েছেন পূজা।

হল ভিজিটে গিয়ে পূজা বলেন, ‘প্রতি ঈদে সিনেমা মুক্তি পাওয়া একজন শিল্পীর ভাগ্যের ব্যাপার। গত ঈদে আমার অভিনীত “লিপস্টিক” মুক্তি পেয়েছে, এবার “আগন্তুক”। সাইকো থ্রিলার ঘরানার সিনেমা এটি। যারা সিনেমাটি দেখছে, তারাই প্রশংসা করছে।’

ওয়েব ফিল্ম হিসেবে শুটিং শুরু হয়েছিল আগন্তুকের। পরবর্তী সময়ে ওয়েব ফিল্মটি হয়ে যায় সিনেমা। এই বিষয়ে পূজা বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ওয়েব ফিল্মে অভিনয়ের জন্যই চুক্তিবদ্ধ হয়েছিলাম। শুটিং করার সময় হঠাৎ করেই আমাদের টিমের মনে হয়েছে এটা সিনেমা। অনেক সিনেমা হয়ে যায় ওয়েব ফিল্মের মতো। আমরা ওয়েব ফিল্ম বানাতে গিয়ে সিনেমা বানিয়ে ফেলেছি। সিনেমা হলো লার্জার দেন লাইফ। আগন্তুকে এমন কিছু আছে বিধায় এটি সিনেমা হয়েছে।’

হল ভিজিটে গিয়ে আগন্তুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির আগে পূজা ছিলেন নীরব। নায়িকার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল তখন। সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী। পূজা বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো সিনেমা মুক্তির ঘোষণার পর আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি প্রচার করার। তবে, বিষয়টি নির্ভর করে প্রযোজক ও নির্মাতার ওপর। তাঁরা যখন বলবেন প্রচারে নামতে, তখন আমরা প্রচার করতে পারব। তাই প্রচারের বিষয়টি শিল্পীদের ওপর নির্ভর করে না। আমি নিজের জায়গা থেকে প্রচার করতেই পারি। কিন্তু অনুমতির একটি বিষয় থাকে। যখন থেকে অনুমতি পেয়েছি, তখন থেকেই প্রচার শুরু করেছি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করেছি। বিভিন্ন হলে গিয়ে দর্শকের সঙ্গে মতবিনিময় করছি।’

পূজা চেরি। ছবি: সংগৃহীতপ্রতি ঈদে নিয়মিত সিনেমা মুক্তি পেলেও অনেক দিন ধরেই ব্যবসাসফল হচ্ছে না পূজার সিনেমা। ব্যক্তিগত বিষয় নিয়েও সমালোচিত হয়েছেন তিনি। সব মিলিয়ে তাই পূজা তাঁর ক্যারিয়ারের মন্দ সময় পার করছেন বলে অনেকের ধারণা। তবে পূজা এটা মানতে নারাজ। তিনি জানিয়েছেন, সাধ্যের পুরোটা দিয়েই কাজ করেন তিনি। কিন্তু সব সময় ধামাকা নাও হতে পারে। বড় ধামাকা দেওয়ার জন্য সময় চাইলেন সবার কাছে। পূজা বলেন, ‘আমি নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাচ্ছি। কখন কী হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। আমার ওপর ভরসা রাখেন, শিগগির ধামাকা কিছু আসছে। আমি সিনেমা জগতে লম্বা রেসের ঘোড়া হতে এসেছি। আমাকে সময় দেন, অবশ্যই সবাইকে ধামাকা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত