এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫