Ajker Patrika

এসপি ও দুই ইউএনও করোনা আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪৮
এসপি ও দুই ইউএনও করোনা আক্রান্ত

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামানসহ সদর উপজেলা ও নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা এখন সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। দুই ইউএনও হলেন, নগরকান্দার জেতী প্রু ও সদর উপজেলার মো. মাসুদুল আলম। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পজিটিভ রিপোর্ট আসার পর থেকে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। এ ছাড়া দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা করোনার উপসর্গ দেখা দিলে তাঁরা পরীক্ষা জন্য নমুনা দিলে তাঁদেরও পজিটিভ আসে। তাঁরাও আইসোলেশনে আছেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল আলম জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

এসপি আলিমুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা করোনায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, করোনায় মৃতদের দাফন ও সৎকারসহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

এ দিকে ফরিদপুরের সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ২৯৩টি নমুনা পরীক্ষা ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৬৩ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত