Ajker Patrika

বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নেতারা মাঠে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১২: ২০
বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নেতারা মাঠে

বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি দলের একাধিক বিদ্রোহী থাকায় ভোটের মাঠ নিজেদের অনুকূলে বলেও দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতারা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ভোটে না আসার ঘোষণা আছে বিএনপির। এ কারণে দলটি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউকে মনোনয়ন দেয়নি। এই সিদ্ধান্ত উপেক্ষা করে যেসব নেতা নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের ইতিপূর্বে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এ জন্য ধানের শীষ না থাকলেও ভোটের মাঠে ঠিকই সক্রিয় রয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। বিএনপির ভোটব্যাংক-সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কেউ মাঠ ছাড়ার পক্ষে নেই। ধানের শীষ নিয়ে নির্বাচন করতে না পারার মনোবেদনা থাকলেও কৌশলের রাজনীতিতে তাঁরা এখন মামলা-হামলা ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এমনটিই জানিয়েছেন দলের নীতিনির্ধারক ও সম্ভাব্য প্রার্থীদের অনেকে। এ জন্য তালতলীতে যেসব ইউনিয়নে ভোট হচ্ছে, সেগুলোতে পুরোদমে প্রচার চালাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

উপজেলার ৬টি ইউপিতে বিএনপির একাধিক নেতা-কর্মী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কড়ইবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির উপজেলা কমিটির সদস্য জলিল শরীফ ও কমিটির আরেক সদস্য মুনসুর মাওলানা। বড়বগী ইউনিয়নে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক। সোনাকাটা ইউনিয়নে প্রার্থী বিএনপির উপজেলা কমিটির সদস্য ফরাজী ইউনুচ। নিশানবাড়িয়া ইউনিয়নে বিএনপির নেতা মসিউর রহমান ও জামায়াত নেতা শাহজালাল পিয়াদা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ ছাড়া সোনাকাটা ইউনিয়নে গতবারের ধানের শীষের প্রার্থী মহিউদ্দিন কাজল খানের প্রার্থিতা অবৈধ হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।

এদিকে বিএনপির নীতিনির্ধারক এক নেতা বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে কেউ অংশ নিচ্ছেন না। বিএনপির স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষে নেতারা প্রচারেও নামছেন না। কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান, তাতে আমরা বাধাও দেব না। দলীয়ভাবে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বড়বগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শহীদুল হক বলেন, ‘এ বিষয়ে দল থেকে কোনো নির্বাচনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করছি।’ তিনি আরও বলেন, ‘আমিসহ ৪ ইউনিয়নে বিএনপি যে কয়জন নেতা নির্বাচনে অংশগ্রহণ করেছি, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। দল থেকে কোনো ধরনের মনোনয়ন বা প্রতীক দেওয়া হয়নি।’

জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘তালতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির যেসব নেতা অংশগ্রহণ করেছেন, তাঁদের বিষয়ে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে জানাব। সেখান থেকে নির্দেশনা আসার পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত