Ajker Patrika

৯-৪টা অফিস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৯: ৪৯
Thumbnail image

আজ ১৫ নভেম্বর মঙ্গলবার থেকে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শীতকাল শুরু হওয়ায় গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এর আগে গত ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত করা হয়।

জানা গেছে, গত ২৪ আগস্ট থেকে অফিস শুরু হয় সকাল ৮টা থেকে। এতে অনেকের সুবিধা হলেও অনেকেই পড়ে যান বিপাকে। যাদের সকালে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস রয়েছে তাদের জন্য ভালো হলেও অফিসগামী নারীরা পড়েন বেশি সমস্যায়। কারণ, নারীরা অফিসের কাজ ছাড়াও বাসার রান্নাবান্নার কাজ করেন। যাঁদের স্কুল-কলেজগামী ছেলেমেয়ে রয়েছে, তাঁদের জন্যও সমস্যা হচ্ছিল।

গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত