Ajker Patrika

ইয়াং স্টার জিতলেন ইপা, রাইসা ও পূজা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৬
ইয়াং স্টার জিতলেন ইপা, রাইসা ও পূজা

আরটিভির আয়োজনে অনুষ্ঠিত হলো সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন তিন লাখ টাকা। প্রথম রানারআপ হয়েছেন রওনক জাহান রাইসা। তিনি পেয়েছেন দুই লাখ টাকা। দ্বিতীয় রানারআপ হয়েছেন পূজা শীল। তিনি পেয়েছেন এক লাখ টাকা। ৮ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হয় গ্র্যান্ড ফিনালের পর্বটি।

গত ২৭ জানুয়ারি তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালের শুটিং। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (এমপি)। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন (মহাপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস), মো. জসিম (প্রেসিডেন্ট, এফবিসিসিআই), সাবেরা এইচ মাহমুদ (পরিচালক পারটেক্স স্টার গ্রুপ), মো. মোশারফ হোসেন ভূঁইয়া (জিএম ব্র্যান্ড, পারটেক্স স্টার গ্রুপ), হুমায়ুন কবির বাবলু (এমডি, আরটিভি) এবং আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান।

প্রতিযোগিতার প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন শিল্পী খুরশীদ আলম, শওকত আলী ইমন, এস আই টুটুল, অভিনেতা আজিজুল হাকিম, শান্তা ইসলাম প্রমুখ। সোহাগ মাসুদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

গ্র্যান্ড ফিনালের শুরুতেই বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী পরিবেশন করেন থিম সং ‘গলা ছেড়ে গাও’। গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। তাঁদের সঙ্গে দ্বৈতভাবে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী—আগুন, এস আই টুটুল, তপু, পিন্টু ঘোষ, কাজী শুভ ও ঝিলিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...