Ajker Patrika

তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৫
তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদিপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা শেষে ছয় টুকরো করে লাশ গুমের চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল রোববার দুপুরে জগন্নাথপুরের অভি মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ, মুদি দোকানদার অনজিৎ গোপ ও অরূপ ফার্মেসির মালিক অসিত গোপের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) পরিদর্শক লিটন দেওয়ান। রিমান্ড শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তিন আসামিকে সিআইডি তাদের হেফাজতে নিয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি বুধবার রাতে সৌদিপ্রবাসীর স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ফার্মেসির ভেতরে ধর্ষণ করা হয়। ধর্ষণের বিষয়টি প্রকাশের আশঙ্কায় শ্বাসরোধে হত্যা করে লাশ ছয় টুকরা করা হয়। পরে লাশ গুমেরও পরিকল্পনা করে ধর্ষকেরা। এ ঘটনায় মামলা হলে রাজধানী ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবদ্ধ অভি মেডিকেল হল থেকে প্রবাসীর স্ত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত