Ajker Patrika

ভাড়া ঘরে পড়ে ছিল মৎস্যজীবীর মরদেহ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ১০
ভাড়া ঘরে পড়ে ছিল মৎস্যজীবীর মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জে সোনা মিয়া সরকার (৬০) নামে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার আমিরা বাজার এলাকার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সোনা মিয়া হবিগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তিনি আমিরাবাজারে জনৈক শাহ আলমের একটি ঘর ভাড়া করে থাকতেন। প্রতি রাতে খাল-বিলে মাছ ধরে পরদিন তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন সোনা মিয়া। গত কয়েক দিন ধরে তাঁর ঘরটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ফরিদগঞ্জ থানায় বিষয়টি জানায়। পুলিশ সেখান থেকে মঙ্গলবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে গত বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সোনা মিয়া কয়েক দিন আগে স্ট্রোক করে মারা যান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত